odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

কুমিল্লায় বগি লাইনচ্যুত, তিন রুটে রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ৯ May ২০২২ ২০:৩৩

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ৯ May ২০২২ ২০:৩৩

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে এসব বগি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছে। এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

এদিকে, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে ও শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: