odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

নোয়াখালীতে চুলার আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ১১ May ২০২২ ০২:২৪

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১ May ২০২২ ০২:২৪

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাটির চুলার আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই বোন।

মঙ্গলবার (১০ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত নোমান (৭) ও মাহি (৩) উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামেরইকবাল হোসেনের ছেলে মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বীজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন।

তিনি জানান, বীর নারায়ণপুর গ্রামের ইকবাল একজন হোটেল মেসিয়ার হিসেবে জীবিকা নির্বাহ করে আসছে। তার স্ত্রী গোলাপী বেলা ১১টার দিকে রান্না ঘরের মাটির চুলায় দুপুরের খাবারের রান্না করছিলেন। রান্না ঘরের সাথে লাগোয়া হচ্ছে তাদের বসত ঘর। রান্না বসিয়ে গোলাপী পুকুরে যান। চুলার পাশে রাখা ছিল শুকনো গাছের পাতা। একপর্যায়ে চুলার আগুন ওই পাতায় ছড়িয়ে পড়লে রান্না ঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় বসত ঘরের চৌকিতে থাকা দুই শিশু বাচ্চাও পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘরে গ্যাসের একটি সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: