odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

কানাডায় ব্যাংক ডাকাতি, সন্দেহভাজন ২ জন নিহত, আহত ৬ কর্মকর্তা 

odhikarpatra | প্রকাশিত: ৩০ June ২০২২ ০৫:৩৩

odhikarpatra
প্রকাশিত: ৩০ June ২০২২ ০৫:৩৩

কানাডার পশ্চিমাঞ্চলে ব্যাংক ডাকাতিকালে পুলিশের সাথে গুলিবিনিময়ে সন্দেহভাজন দুই ডাকাত নিহত এবং ছয় কর্মকর্তা আহত হয়েছে। সন্দেহভাজন তৃতীয় ডাকাত নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানায়।

পুলিশের বিবৃতিতে বলা  হয়, ব্রিটিশ কলম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়ার বাইরের সানিচে স্থানীয় সময় সকাল ১১ টার দিকে সশস্ত্র দুই ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে উপস্থিত কর্মকর্তাদের প্রতিরোধের মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়।
তবে ব্যাংক কিংবা জনতা তাদের কারো মধ্য থেকেই কেউ হতাহত হয়নি। এদিকে সন্দেহভাজন তৃতীয় ডাকাত নিখোঁজ রয়েছে ধারনা করা হচ্ছে।
এদিকে সন্দেহভাজনদের গাড়িতে বিস্ফোরক ডিভাইস পাওয়া যাওয়ায় তা ব্যাংক ভবনের আশেপাশেও থাকতে পারে, এই আশংকায় ভবন খালি করার নির্দেশ দেয়া হয়েছে।
এ ঘটনা জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: