odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

odhikarpatra | প্রকাশিত: ১ July ২০২২ ০০:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১ July ২০২২ ০০:৫৯

নেত্রকোনার পূর্বধলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্

বুধবার (২৯ জুন) বিকালে  উপজেলা সদরের পূর্বধলা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল মিয়া উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের আগমারকেন্ডা গ্রামের চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ওই শিশুটি তার নিজ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় প্রতিবেশী রুবেল মিয়া তাকে প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গত ২৯ জুন রাতে  রুবেল মিয়াকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪, ময়মনসিংহ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযুক্তকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: