odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নাটোরে প্রতিবন্ধী দিবসে ৪০টি হুইল চেয়ার বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ৪ December ২০২২ ০৯:০৬

odhikarpatra
প্রকাশিত: ৪ December ২০২২ ০৯:০৬

প্রতিবন্ধী দিবসে নাটোর জেলায় ৪০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ সকালে সরকারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৩০ সালের টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এ কাংখিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই, যখন উন্নয়নের এ ¯্রােতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং তাদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। তাদের জন্যে শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সমাজ সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ সাহা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ‘নীডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, ‘নন্দন’ এর প্যানেল আইনজীবী এডভোকেট বাকী বিল্লাহ ও সভাপতি কেতাব আলী। সমাজ সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত সভা পরিচালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপী কনসালটেন্ট ডাঃ নাসরিন সুলতানা।



আপনার মূল্যবান মতামত দিন: