odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

১৪ জন বিদেশি সাংবাদিকের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২২ ০৬:১৮

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২২ ০৬:১৮

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৭ ডিসেম্বর, ২০২২ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ১১ দেশের ১৪ জন সাংবাদিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি ও অর্থনীতির বিকাশ তুলে ধরার লক্ষ্যে ভিজিট বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছান। টুঙ্গিপাড়া পৌঁছে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। 
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এসময় আলজেরিয়ান সাংবাদিক নুরিদ্দিন খেত্তাল, বউলাহবিব সামিয়া, বাহারাইনের সাংবাদিক মো. ইউসিফ, মো. এয়ারওই নাইলি, বুলগেরিয়ার সাংবাদিক জর্জী তোসেফ, কম্বোডিয়ার সাংবাদিক এসআইভি লিম এ্যান, হংকংয়ের সাংবাদিক গাও জিনান, ইয়াং হ্যান, ওমানের সাংবাদিক জসিম মোহাম্মদ, পোল্যান্ডের সাংবাদিক কামিলা জুনিক, পর্তুগালের সাংবাদিক এন্টনিও পেরেইরা নিভাস, রোমানিয়ার সাংবাদিক আইওনেস মিহার্ট জুলিয়ান, স্পেনের সাংবাদিক ক্লাডিও চাকিউস, ভিয়েতনামের সাংবাদিক গায়েন মাই হা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিদেশি সাংবাদিকরা জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। এরপর তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।



আপনার মূল্যবান মতামত দিন: