odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ 

odhikarpatra | প্রকাশিত: ২১ December ২০২২ ০৯:০০

odhikarpatra
প্রকাশিত: ২১ December ২০২২ ০৯:০০

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২০ ডিসেম্বর, ২০২২  : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ ২৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার,স্মার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছিকটীবাড়ি গ্রামের অগ্রগামী প্রতিবন্ধী বিদ্যালয় চত্ত্বরে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে এসব সামগ্রি বিতরণ করা হয়।
কোটলীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) মো. শহীদ উল্লা খন্দকার।  
অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে  চারজন শিক্ষার্থীকে হুইল চেয়ার, দু’জন শিক্ষার্থীকে স্মার্ট ক্যান এবং ২৫৪ শিক্ষার্থীকে শীতবস্ত্র প্রদান করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: