odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নারী অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সুশীল সমাজের প্রতি মোমেনের আহ্বান 

odhikarpatra | প্রকাশিত: ২৮ December ২০২২ ০৯:১৩

odhikarpatra
প্রকাশিত: ২৮ December ২০২২ ০৯:১৩

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২২  : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, সামাজিক নিষেধের প্রাচীর ভেঙ্গে নারীর সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে গণসচেতনতা সৃষ্টি করতে সরকারের প্রচেষ্টায় দেশের সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন। 

সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নারীর রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারীর আইনি অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, "আমরা দেশের উন্নয়নের মূলধারায় নারীদের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন সময় উপযোগী পদক্ষেপ নিয়েছি কারণ জনসংখ্যার অর্ধেককে পিছনে ফেলে রেখে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।"
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালনের সরকারের আজকের সিদ্ধান্তের প্রশংসা করেন।
মোমেন বলেন, বর্তমান সরকার সম্ভাব্য সব উপায়ে প্রবাসী বাংলাদেশীদের সম্মান অক্ষুন্ন রাখতে এবং দেশ-বিদেশে তাদের দুর্ভোগ লাঘব করতে চায়।



আপনার মূল্যবান মতামত দিন: