odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
কোচিং শিক্ষক ছাত্রীকে যৌন

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কোচিং শিক্ষক আটক

odhikarpatra | প্রকাশিত: ৮ February ২০২৩ ১১:১০

odhikarpatra
প্রকাশিত: ৮ February ২০২৩ ১১:১০

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কোচিং শিক্ষক আটক নাটোরে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কোটিং সেন্টারের এক শিক্ষককে আটক করা হয়েছে। আটক শিক্ষক আনাস আওরিয়া আলিফ কমার্স টিচিং হোমের পরিচালক। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কোচিং শিক্ষক আটক আল মামুন ১ মিনিটে পড়ুন মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। শিক্ষার্থী অভিযোগ করে জানান, তিনি শহরের দক্ষিণ বড়গাছায় কমার্স টিচিং হোম নামে একটি কোচিং সেন্টারে ভর্তি হতে যান। এ সময় ওই কোচিংয়ের পরিচালক ও শিক্ষক আনাস আওরিয়া আলিফ শ্রেণিকক্ষে বসতে বলেন। ফাঁকা কক্ষে একা না বসে বাইরে অবস্থান করতে থাকেন তিনি। কিছুক্ষণ পরে ওই শিক্ষক তাকে কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে যৌন হয়রানি শুরু করে। এ সময় চিৎকার শুরু করলে ছেড়ে দেয় শিক্ষক আলিফ। পরে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। আরও পড়ুন: যৌন হয়রানি প্রমাণ হওয়ায় ছাত্রীকে প্রাণনাশের হুমিক শিক্ষকের নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষক আলিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রী লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: