odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ইকুয়েডরে ভূমিধ্বস নিহত ৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ March ২০২৩ ২২:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ March ২০২৩ ২২:০২

ইকুয়েডরের আন্দিজ পর্বতমালায় ঘেরা এক বসতিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে করে সাতজন প্রাণ হারিয়েছেন।  নিখোঁজ রয়েছে প্রায় ৬২ জন। 

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছে, রাজধানী কিটো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণের আলাউসি এলাকায় ভূমিধসে ২৩ জন আহত হয়েছেন। ৩০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে আছে  পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রস ।

 সোমবার রাতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট গিলিয়ার্মো লাস্সো। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: