odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে স্কটল্যান্ড পাবে বাংলাদেশের জায়গা। নিরাপত্তা শঙ্কা নাকচ করে সূচি অপরিবর্তিত রাখার ঘোষণা আইসিসির

বিশ্বকাপে বাংলাদেশ না থাকলে স্কটল্যান্ড: আইসিসির প্রস্তুতি

Special Correspondent | প্রকাশিত: ২১ January ২০২৬ ২৩:৩৫

Special Correspondent
প্রকাশিত: ২১ January ২০২৬ ২৩:৩৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতায় আইসিসি আজ (২১ জানুয়ারি ২০২৬) চূড়ান্ত বোর্ড সভা শেষ করেছে। সভা থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দলকে ভারতেই খেলতে হবে। অন্যথায় তাদের ছাড়াই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

আইসিসি বোর্ড সভার মূল সিদ্ধান্তসমূহ:

২৪ ঘণ্টার আলটিমেটাম: বিসিবি-কে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে মাত্র ২৪ ঘণ্টা সময় দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে বিসিবি-কে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে নিশ্চিত করতে হবে তারা ভারতে যাবে কি না।

বিকল্প দল হিসেবে স্কটল্যান্ড: বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে, তবে তাদের পরিবর্তে স্কটল্যান্ড গ্রুপ 'সি'-তে খেলার সুযোগ পাবে। আইসিসি ইতিমধ্যেই বিকল্প দলের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছে।

নিরাপত্তা নিয়ে আইসিসির দাবি: আইসিসি জানিয়েছে একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার মাধ্যমে ভারতের ভেন্যুগুলো পর্যবেক্ষণ করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য ঝুঁকি পাওয়া যায়নি।

ভোটের ফল: বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশের দাবি (ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া) নাকচ হয়ে গেছে। জানা গেছে ১৫ জন বোর্ড সদস্যের মধ্যে কেবল পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে।

কেন এই অচলাবস্থা?

মূলত গত ৩ জানুয়ারি ভারতীয় বোর্ড (BCCI) আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। কোনো আনুষ্ঠানিক কারণ না জানালেও, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ৪ জানুয়ারি বিসিবি নিরাপত্তার অজুহাতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত আইসিসিকে জানায়। তবে আইসিসি এই ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘরোয়া লিগের বিষয় হিসেবে অভিহিত করেছে এবং বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর সাথে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে।

বাংলাদেশের সামনে এখন কী পথ?

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন তারা সরকারের সাথে শেষবারের মতো কথা বলতে চান। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও বর্তমানে তা চরম অনিশ্চয়তার মুখে। যদি বাংলাদেশ না খেলে তবে বিশ্বকাপের ইতিহাসে এটি এক নজিরবিহীন ঘটনা হবে। কে বিশ্বকাপ খেলতে চায় না? ক্রিকেটাররা চায় সরকারও চায় বাংলাদেশ খেলুক। কিন্তু নিরাপত্তার প্রশ্নে সরকার শুধু ক্রিকেটার নয় পুরো বিষয়টাই বিবেচনায় নেয়। এখন সবার নজর বিসিবি ও বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের দিকে। আগামী ২৪ ঘণ্টাই নির্ধারণ করবে বাংলাদেশ খেলবে বিশ্বকাপে। নাকি ইতিহাসের এক বড় টুর্নামেন্টে তাদের ছাড়াই মাঠে নামবে বাকি দলগুলো।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: