odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হোস্টেলের পথে বাসের ধাক্কায় নিহত মেডিকেলছাত্রী

Admin 1 | প্রকাশিত: ২৫ February ২০১৭ ২৩:০০

Admin 1
প্রকাশিত: ২৫ February ২০১৭ ২৩:০০

 

পুরান ঢাকার নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মেডিকেলের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর মা। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম সাদিয়া হাসান (২২)। তিনি  পুরান ঢাকায় অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তেন।

সাদিয়ার বাবার নাম হাসানুজ্জামান। তাঁদের বাড়ি রাজশাহীর রাজপাড়া থানার হররামপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আজ সকালে মা শাহীন সুলতানার সঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে নামেন সাদিয়া। সেখানে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন কলেজের হোস্টেলে। পথে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে অটোরিকশাটিকে পেছন দিক ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে মা ও মেয়ে উভয়ই মাথায় আঘাত পান। পরে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

সাদিয়ার মা ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উ্পপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত মেডিকেলছাত্রীর মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: