odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

রাজ-তিশার 'রক্তজবা' মুক্তি পাচ্ছে ওটিটিতে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ June ২০২৩ ১৬:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ June ২০২৩ ১৬:৩৪

নুসরাত ইমরোজ তিশা এবং শরিফুল রাজ অভিনীত ছবি রক্ত জবা সিনেমা হল নয়, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন-এ মুক্তি পেতে যাচ্ছে । আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। ২৫ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে ছবিটি যে কোনো আই স্ক্রিন থেকে উপভোগ করতে পারবে। 

একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতিত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোইত হতে থাকে নানান রহস্য।

নিয়ামুল মুক্তা পরিচালিত ‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: