odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মোহনগঞ্জে মাদকসহ যুবক গ্রেফতার

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ১৯ June ২০২৩ ০৫:৫৮

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ১৯ June ২০২৩ ০৫:৫৮

নেত্রকোনার মোহনগঞ্জে গাঁজাসহ নাদিম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার (১৭ জুন) রাত একটার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

নাদিম মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, শহরের টেংগাপাড়া এলাকায় ডাকবাংলোর সামনে নাদিম গাঁজা বিক্রি করছে। এমন গোপন খবরে শনিবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাদিম দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটকের পর তলাশি করে প্যান্টের পকেটে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে রোববার দুপুরে নাদিমকে আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: