odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ July ২০২৩ ২০:৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ July ২০২৩ ২০:৫১

যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করেছে যে- গণতান্ত্রিক সমাজে অবাধে নিজেদের ভূমিকা পালনে সকলের অধিকারকে সমর্থন করে তারা। মঙ্গলবার (২৪ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেন, ‘আমরা মানবাধিকারের ওপর যেকোনো বিধিনিষেধের বিরোধিতা করি।

’মিলার বলেন, ‘আমরা বিশ্বাস করি যে- বাংলাদেশসহ বিশ্বের সব দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।’

তিনি বলেন যে- বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যেকোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে- তারা বাংলাদেশ বা অন্য কোনো দেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেয় না।

সূত্র : ইউএনবি



আপনার মূল্যবান মতামত দিন: