odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

প্রবাসীদের নিরাপত্তার দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ July ২০২৩ ১৮:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ July ২০২৩ ১৮:২৮

নিউইয়র্কে যৌথভাবে মানববন্ধন করেছে ‘যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এবং ‘মুক্তিযোদ্ধা-সন্তান-প্রজন্ম ফোরাম’। সম্প্রতি ৩ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারে কর্তৃপক্ষের নির্লিপ্ততার নিন্দা ও প্রতিবাদে মঙ্গলবার অপরাহ্নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীদের নিরাপত্তার দাবিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিও উঠে। 

জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের সভাপতি আশরাব আলী খান লিটন।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার অভিযোগ করেন, বাংলাদেশের মানবাধিকার আর আইনের শাসন নিয়ে মার্কিন প্রশাসনের মাতব্বরীর শেষ নেই।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সন্তান-প্রজন্ম ফোরামের মাহমুদুল হাসান, আব্দুল আওয়াল মিন্টু প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আশরাফউল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ছাত্রনেতা আব্দুস সালাম, আনোয়ার পারভেজ, আমজাদ সুমন। এ আয়োজনে সহযোগিতা করেছে মিরসরাই সমিতি।  



আপনার মূল্যবান মতামত দিন: