odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

পাকিস্তানে বোমা বিস্ফোরণ : নিহত বেড়ে ৪৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৬:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৬:২৫

পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জন। আহত হয়েছেন ১২৩ জন। উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি কট্টরপন্থী ইসলামিক দলের রাজনৈতিক সমাবেশে রবিবার বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

আফগানিস্তানের সীমান্তবর্তী খার শহরে ৪০০ জনেরও বেশি সদস্য এবং সমর্থক একটি তাঁবুর নিচে জড়ো হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে জমিয়ত উলামা-ই-ইসলাম-এফ দলকে লক্ষ্য করে।

বিস্ফোরণের পর জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ। এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হাফিজ হামদুল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন: