odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জবিতে চূড়ান্ত ভর্তির সময়সীমা ঘোষণা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ August ২০২৩ ১৮:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ August ২০২৩ ১৮:৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অনলাইনে ফি জমা এবং ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ভর্তিকৃত ও মাইগ্রেশনের মাধ্যমে গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের আগামী ২৫ আগস্ট দুপুর ১২টা থেকে ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে  নিজ নিজ প্যানেলে লগইন করে, প্রাথমিক ভর্তি ফি বাবদ ইতোপূর্বে জমাকৃত পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বাকি (চূড়ান্ত) ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।

এ ছাড়াও আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিভাগ থেকে কাগজপত্র জমাদানের স্লিপ নিয়ে সংশ্লিষ্ট ডীন অফিসে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: