ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

ইবি'র কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে নবীনবরণ

odhikarpatra | প্রকাশিত: ১৯ August ২০২৫ ১৭:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১৯ August ২০২৫ ১৭:৪৯

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৯ নম্বর কক্ষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয় হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এছাড়াও উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান এবং বিভাগের শিক্ষাক শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একজন জার্নালিস্ট তার কথা, লেখা এবং কাজ দিয়ে সমাজকে তুলে ধরেন। মানুষের প্রতি দায়িত্ব পালনের সাথে জার্নালিজমের সম্পর্ক। একজন ভার্সেটাইল জিনিয়াস হওয়ার জন্য এই বিভাগে পড়া খুবই গুরুত্বপূর্ণ। জার্নালিস্টদের সব বিষয়ে পড়তে হয়। যারা জার্নালিজম নিয়ে কাজ করছেন, তাদের সমাজ ও রাষ্ট্রের সকল বিষয় নিয়ে নাড়াচাড়া করতে হয়।

তিনি আরো বলেন, ভালো করে পড়াশুনা করলে প্রফেশনাল দিক থেকে এই বিভাগের শিক্ষার্থীদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

এসময় তিনি সৎ ও সাহসী সাংবাদিক হওয়ার লক্ষ্য নিয়ে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: