odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১৫নং ওয়ার্ডের কমিটি ঘোষণা

odhikar patra | প্রকাশিত: ১৯ September ২০২৩ ২১:১০

odhikar patra
প্রকাশিত: ১৯ September ২০২৩ ২১:১০

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ধানমন্ডি থানার অন্তর্গত ১৫নং ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।  ৭১ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার জন্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধান সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে ধানমন্ডি থানার অন্তর্গত ১৫ নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।  

৭১  সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে হরিচরন রবি দাসকে সভাপতি ও ফারহান কবির তন্ময়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধায় ২৫ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের কার্যালয়ে ঘোষিত কমিটির সভাপতি  ও  সাধারণ সম্পাদক সহ কমিটির সদস্য দের হাতে হস্তানতর করেন দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল,মাকসুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ্জামান সহ সম্পাদক শিশির  প্রমুখ।

উল্লেখ মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এর আগে বিভিন্ন ইউনিটের কমিটি অনুমোদন করলে ও এটাই তাদের মেয়াদে প্রথম কোন ওয়ার্ডের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিলেন। সদ্য অনুমোদিত এ-ই কমিটি দেশের এ-ই ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।  এসময় উপস্থিত নেতাকর্মীদের মিষ্টি মুখ করান।



আপনার মূল্যবান মতামত দিন: