odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

শ্রীনগরে কোল্ড স্টোরেজে ভ্রাম্যমান আদালতে জরিমানা

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ২০ September ২০২৩ ১৪:১১

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ September ২০২৩ ১৪:১১

এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে কোল্ড স্টোরেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার আটপাড়া ইউনিয়নের শ্রীনগর কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

অভিযানে পণ্য পাটজাত মোরগ ব্যবহার আইন ২০১০ এর ১০ ধারায় শ্রীনগর কোল্ড স্টোরেজের ম্যানেজার শিশির আহম্মেদ(৩৬)কে ১০ হাজার টাকা ও আটপাড়া ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত রবি চন্দ্র দাসের ছেলে আলু ব্যবসায়ী সুজন দাস(৪২)কে ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার মুন্সীগঞ্জ সহকারী পরিচালক আঃ ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহসিনা জাহান তোরণ, নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী কর্মকর্তা নাসরিন সুলতানা মিলি, অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর, এসআই মাসুদ মোল্ল প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: