odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ September ২০২৩ ১৫:৪৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ September ২০২৩ ১৫:৪৭

এশিয়ান গেমসের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-হংক। চীনের হাংঝুর জিজিয়াং প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের পাশের মাঠে শেষ চারে ওঠার লড়াইয়ের জন্য প্রস্তুত হন দুই দলের মেয়েরা। 

সেমিফাইনালে ওঠার ম্যাচটির জন্য বাংলাদেশ নারী দল ও হংকং নারী দল অপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা। অথচ বৃষ্টির জন্য ম্যাচটির একটি বলও মাঠে গড়ায়নি। 

বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে থেকেই কাভার দিয়ে ঢাকা পিচসহ আউটফিল্ডের বেশ কিছু অংশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলমান থাকায় আম্পায়াররা একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করে অপেক্ষা করছিলেন। দুই ঘণ্টা পর খেলা বাতিল করতে বাধ্য হন।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। হংকংয়ের চেয়ে বাংলাদেশ নারী দল আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে খেলবেন জ্যোতিরা। 



আপনার মূল্যবান মতামত দিন: