odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
সিংহের হাটী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এ প্রধান অতিথি সাগুফতা ইয়াসমিন এমিলি এ কথা বলেন।

মাদকতা দূর করতে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে তরুনসমাজ এর প্রতি এমিলির আহবান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ June ২০১৮ ২১:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ June ২০১৮ ২১:৪১

আজ শুক্রবার বিকাল ৪ টায় তরুণ সংঘ সিংহের হাটী ফুটবল প্রিমিয়ার লীগ ২০১৮
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এ প্রধান অতিথি মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
 তরুণ সংঘ,সিংহেরহাটি খেলার মাঠে 
পরিচালনা করেনএইচ এম রেজাউল করিম তুহিন।
সভাপতিত্বে ছিলেন

মোঃ মেহদি হাসান।

সভাপতি, তরুণ সংঘ,সিংহেরহাটি।
স্পন্সরে দায়িত্বে জয় ইসলাম, পরিচালক, আইয়ুব গ্রুপ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার ও বিশিষ্ট ক্রীরা সংগঠক প্রতাপ সংকর হাজরা।
বিশেষ অতিথিঃ জনাব ওসমাণ গণি তালুকদার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,লৌহজং।
আব্দুর রশিদ শিকদার,সাঃ সম্পাদক, লৌহজং উপজেলা আওয়ামীলীগ।
আনোয়ার হোসেন(কার হাউজ)
মোঃ মোখলেস আলম দপ্তরী।
উল্লেখ্য উক্ত খেলায় ১-১ গোলে ড্র হলে

ট্রাইবেকার ৩-২ গোলে মনপূরা শাড়ী একাদশকে হারিয়ে প্রাইম ট্রেডার্স জয়লাভ  ও শিরোপা অর্জন করে।



আপনার মূল্যবান মতামত দিন: