odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ October ২০২৩ ২৩:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ October ২০২৩ ২৩:৫৮

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন। যুবরাজ মোহাম্মদ বলেছেন, তার দেশ ‘ফিলিস্তিনি জনগণের স্বাভাবিক জীবনযাপনের অধিকার রক্ষা, তাদের আশা ও আকাঙ্ক্ষা এবং ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের জন্য সব সময় পাশে থাকবে।’ সরকারি সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সৌদি যুবরাজ মাহমুদ আব্বাসকে আরো বলেছেন, তিনি সংঘর্ষের ‘বিস্তৃতি’ রোধ করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষের সঙ্গে কাজ করেছেন।

উল্লেখ্য, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আব্বাস পশ্চিম তীর নিয়ন্ত্রণকারী ফাতাহ আন্দোলনের প্রধান। তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান হিসেবেও দায়িত্বরত।

তবে ফিলিস্তিনিদের প্রতি সৌদি আরবের সমর্থন বেশ তাৎপর্যপূর্ণ।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: