odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বাঁচতে চায় ঈদ্রিস হাসান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ November ২০১৭ ১৮:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ November ২০১৭ ১৮:১২

দীর্ঘ ৩৫ দিন ওয়ারী বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঈদ্রিস হাসান। তিনি বিভিন্ন দুরারোগ্য ব্যধিতে ভূগছেন তার পক্ষে থার চিকিৎসার ব্যায় ভার বহন করা খুবই কষ্টকর।

মাথা টিঊমার ,কানের সমস্যা, মুখ দিয়ে রক্ত পড়া ,ডায়াবেটিক্স,সহ রোগে অসুস্থ ঈদ্রিস আলী সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন জানিয়েছেন ।তাকে যেন দেখে যায় তার দূরাবস্থা ।তার চোখের ও চিকিৎসা করাতে হবে ওয়ারী বারডেম হাসপাতালে ৬ষ্ট তলায় ৬০৫ নং কক্ষে ইদ্রিস হাসান  তার বিকাশ একাউন্ট নম্বার ০১৯১৪৮৭৮৬৫৪ ।

আপনাদের একটু সাহায্য বাঁচাতে পারে ঈদ্রিস হাসানের সুন্দর জিবন।



আপনার মূল্যবান মতামত দিন: