odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ November ২০২৩ ১১:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ November ২০২৩ ১১:২১

এখন থেকে দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই খাতের কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে বলেছে, প্রতিটি পোশাক কারখানার গেটে ‘নিয়োগ বন্ধ’ লেখা ব্যানারও টাঙিয়ে দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিএমইএ জনসংযোগ বিভাগ। এতে বলা হয়, বিজিএমইএ কার্যালয়ে পোশাক শিল্প মালিকদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে সভায় আরও তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের কথা বিজিএমইএ চিঠি দিয়ে জানিয়েছে সদস্য প্রতিষ্ঠানগুলোকে।



আপনার মূল্যবান মতামত দিন: