odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সকলকে রাজপথে থাকার আহবান জানালেন রিজভী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ November ২০২৩ ২৩:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ November ২০২৩ ২৩:১৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা উল্লেখ করে এর প্রতিবাদে আগামীকাল রবিবার ভোর থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতালে সকলকে রাজপথ নামার আহ্বান জানিয়েছে বিএনপি।

আজ শনিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তিসহ চলমান আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল রবিবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল অনুষ্ঠিত হবে। এটি হবে শান্তিপূর্ণ হরতাল।



আপনার মূল্যবান মতামত দিন: