odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ December ২০২৩ ২১:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ December ২০২৩ ২১:৩৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলা পর্যায়ে প্রথম ধাপের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগেও এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরীক্ষায় অংশগ্রহণকারীদের ১৮টি নির্দেশনা মানতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ঘণ্টার এই লিখিত পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। আবেদনকারীরা নিজ নিজ জেলায় অনুষ্ঠেয় পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: