odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 26th January 2026, ২৬th January ২০২৬

নির্বাচনের পরিবেশ ও আমাদের কার্যক্রম দেখে বিদেশিরা সন্তুষ্ট: ইসি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ December ২০২৩ ১৬:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ December ২০২৩ ১৬:৫০

নির্বাচনের পরিবেশ ও আমাদের কার্যক্রম দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং  অন্যরা নির্বাচন কমিশনের চাপে আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

মঙ্গলবার ময়মনসিংহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি আলমগীর।

ইসি আলমগীর বলেন, নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না।

ভোটারদের উপস্থিতি ভালো থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভোটারের উপস্থিতি বাড়ানো আমাদের কাজ না। এটা প্রার্থীদের কাজ। আমাদের দায়িত্ব হলো ভোটের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া।



আপনার মূল্যবান মতামত দিন: