odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই: ইসি আলমগীর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩ ১৫:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩ ১৫:০৪

জামালপুরে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিরা কোনো চাপ দেয়নি, চাপ দেওয়ার তাদের অধিকারও নেই। বিদেশিরা জানতে চায় সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচনের জন্য আমরা কি কি ব্যবস্থা নিয়েছি। তারা বুঝতে চায় আমরা একটি ভালো নির্বাচন করার জন্য যে সব পদক্ষেপ নেয়া প্রয়োজন সেগুলো নিয়েছি কিনা।  

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচন যথা সময়ে হবে।

বুধবার দুপুরে জামালপুর জেলার রির্টার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।  



আপনার মূল্যবান মতামত দিন: