odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ December ২০২৩ ০৯:১৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ December ২০২৩ ০৯:১৭

গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনের ভাওয়াল রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫)। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: শহীদুল্লাহ হিরো এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহলগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন। এর কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে দু’একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে। এতে এক যাত্রী নিহত এবং আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: