নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ২৩:১৫
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্তের কারণে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল প্রধান উপদেষ্টাকে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বৃহস্পতিবার রাতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, “জুলাই জাতীয় সনদ জারির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। তবে জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য। প্রধান উপদেষ্টা গণভোট ও নির্বাচন একসঙ্গে হবে বলে বিভ্রান্তি তৈরি করেছেন। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণে কিছু দিক গ্রহণযোগ্য হলেও অনেক বিষয় প্রশ্নবিদ্ধ। জনগণের গ্রহণযোগ্যতা নির্ধারণের জন্য গণভোট আগে হওয়া উচিত। যদি জনগণ কিছু গ্রহণ করে, তার ভিত্তিতেই নির্বাচন হবে।”
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রধান উপদেষ্টার গণভোট একসঙ্গে নির্বাচনের ‘দুইটি যুক্তি’ যথেষ্ট তাৎপর্যপূর্ণ নয়। প্রথমত, অর্থ সাশ্রয়ের কথা বলা হয়েছে, যা প্রকৃত উপকারের তুলনায় নগণ্য। দ্বিতীয়ত, একসঙ্গে হলে গণভোটে গ্রহণযোগ্য সিদ্ধান্ত বাস্তবায়নে জটিলতা তৈরি হবে।
আট দলের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া আগামীকাল শুক্রবার জানানো হবে। এছাড়া নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে।
SEO Keywords: জাতীয় নির্বাচন ২০২৫, গণভোট বাংলাদেশ, জামায়াতে ইসলামী, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, জুলাই সনদ, আট দল

আপনার মূল্যবান মতামত দিন: