odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিক্যুলাম গড়ে তোলা হয়েছে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ February ২০২৪ ১৪:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ February ২০২৪ ১৪:৩৮

১০ ফেব্রুয়ারি ২০২৪ (অনলাইন ডেস্ক): স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিক্যুলাম গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আন্তঃস্কুল-কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা স্মার্ট কারিকুলাম গড়ে তুলছি। নতুন শিক্ষাক্রমে আমরা সফট স্কিল গড়ায় জোর দিচ্ছি। সাংস্কৃতিক কর্মকা-, সময়মতো কাজ করার মানসিকতা, দলগত কাজ করার, নেতৃত্ব দেয়ার দক্ষতা গড়তে পুঁথিগত শিক্ষার পরিবর্তে আধুনিক এ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে সার্বজনীন দক্ষতা অর্জনের লক্ষ্যে।



আপনার মূল্যবান মতামত দিন: