odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে জবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১০

জবি প্রতিনিধি | প্রকাশিত: ১৫ February ২০২৪ ১১:৩৩

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ February ২০২৪ ১১:৩৩

বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হয়রানির জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথম দফায় বাহাদুর শাহ পার্কে, দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এবং শেষে ক্যাম্পাসের ভিতরে দুই গ্রুপের মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়াসহ কয়েকবার লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়।  

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, নৃবিজ্ঞান বিভাগের এক ছোট বোনকে কেন্দ্র করে ছোট একটি ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের বাহিরে ভিতরে কোন ধরনের মারামারি হয়নি। আমি, আমার সভাপতি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা মিলে সঙ্গে সঙ্গে সবাইকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি। আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে এ ঘটনায়।  

যদিও এ ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বলেন, ভিক্টোরিয়া পার্কে মারামারি হয়েছে। পরে তারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান নিলে আমাদের সহকারী প্রক্টরেরা পুলিশের সহায়তায় তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। ক্যাম্পাসের ভিতরে যারা মারামারি করেছে আমরা সিসিটিভির ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।  



আপনার মূল্যবান মতামত দিন: