odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ : ৬৭ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ৫ March ২০২৪ ১৪:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৫ March ২০২৪ ১৪:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মাঝে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭ জন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে ৬০ জনকে শাস্তির আওতায় আনা হয়।

তাছাড়া প্রক্টর অফিসে কর্মরত একজন কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী গত রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।



আপনার মূল্যবান মতামত দিন: