odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

চবিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সোহেল রানা, চবি প্রতিনিধি | প্রকাশিত: ১৭ March ২০২৪ ১৯:১০

সোহেল রানা, চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ March ২০২৪ ১৯:১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মদিন ‘জাতীয় শিশু দিবস' উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ বিভিন্ন বিদ্যালয়ের প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত প্রায় ৩৫০ জন শিশু অংশগ্রহণ করে। 

রবিবার (১৭মার্চ) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে শিশু চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এর আগে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এসময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী উপস্থিত ছিলেন।

‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে খুবই ভালবাসতেন। আজকের শিশুরা আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বঙ্গবন্ধুর জন্মদিনে এ চিত্রাংকন প্রতিযোগীতার মাধ্যমে শিশুরা এ মহান ব্যক্তিত্বকে গভীরভাবে জানার ও চেনার সুযোগ পাবে এবং তাঁর আদর্শকে ধারন, লালন ও চর্চায় উৎসাহিত হবে।”

উপাচার্য আরও বলেন, “অন্ধকারকে পদদলিত করে আমাদেরকে আলোর পথে যাত্রা করতে হবে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য তনয়া শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিশুদেরকে আদর্শিক-দেশপ্রেমিক স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আলোচনা সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বক্তব্য রাখেন।

এছাড়াও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চিত্রাংকন প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক এবং স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য-সচিব চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর সুফিয়া বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।



আপনার মূল্যবান মতামত দিন: