odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

তীব্র তাপদাহে জবিতে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ২১ April ২০২৪ ১৯:২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২১ April ২০২৪ ১৯:২৪

জবি প্রতিনিধি : তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাপদাহ কমলে আগামী সপ্তাহে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২১ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।

অনলাইন ক্লাসের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় অনলাইনে ক্লাস চলবে। এই সময়ে যে পরীক্ষাগুলো ছিল সেগুলো আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তাপদাহ কমলে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক ক্লাসের বিষয়ে তিনি বলেন, নিয়মিত ক্লাসগুলো বন্ধ থাকবে। তবে যারা রিসার্চের কাজ করছেন, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিভাগীয় শিক্ষকেরা।



আপনার মূল্যবান মতামত দিন: