odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বাসচাপায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত

চুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ২২ April ২০২৪ ২০:২৭

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ২২ April ২০২৪ ২০:২৭

বাসচাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় সোমবার বিকালে এই ঘটনা ঘটে। তারা হলেন- চুয়েটের পুরোকৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত সাহা এবং তৌফিক হোসেন।  

প্রত্যক্ষদর্শীরা জনান, দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। কাপ্তাই সড়কে চলাচলকারী 'আমার সার্ভিস'র একটি যাত্রীবাহী বাস দুই শিক্ষার্থীকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চুয়েটের দুই শিক্ষার্থী মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে জব্দ করে।  

চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: