odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

অনির্দিষ্টকালের জন্য জবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ২৫ April ২০২৪ ১৭:৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৫ April ২০২৪ ১৭:৩৭

জবি প্রতিনিধি : তীব্র দাবদাহে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এছাড়াও সকল ধরনের পরীক্ষা বন্ধ রাখারও নির্দেশ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে সকল ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে।

এছাড়াও তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার জন্য সকলকে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ২১ এপ্রিল এক জরুরি সভায় তীব্র দাবদাহে এক সপ্তাহের জন্য সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দাবদাহের তীব্রতা না কমায় আজ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস ও সকল পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেন প্রশাসন। 



আপনার মূল্যবান মতামত দিন: