odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবিতে ‘প্লান্ট সায়েন্স’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ৫ May ২০২৪ ১৯:৩৮

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৫ May ২০২৪ ১৯:৩৮

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি : ‘প্লান্ট সায়েন্স' শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জীববিজ্ঞান অনুষদের আয়োজনে আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে রবিবার (৫ মে) বেলা সাড়ে ১১ টায় এ সেমিনার শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, তুরস্কের ইদগির বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. মেহমেত হাক্কি আলমা এবং একই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. ইব্রাহিম ডেমিরটাস।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন।

সেমিনারে ‘নিউ অ্যাপ্রোচেস ইন প্লান্ট এক্সট্রাকশন মেথডথ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. ইব্রাহিম ডেমিরটাস। সঞ্চালনায় ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল। বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীগণ সেমিনারে অংশগ্রহণ করেন



আপনার মূল্যবান মতামত দিন: