odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবির আই-ইইই ব্রাঞ্চের নতুন সভাপতি মুস্তাকিম; সম্পাদক ইকবাল

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ১১ June ২০২৪ ১৬:০৩

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ June ২০২৪ ১৬:০৩

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি:ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ব্রাঞ্চের ২০২৪ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদায়ন হয়েছেন মুস্তাকিম মুসল্লী পিয়াস এবং ইকবাল হোসেন।

বুধবার (১২ জুন) কমিটি সংশ্লিষ্ট এক সদস্যদের মাধ্যমে এ তথ্য জানা যায়। এর-আগে গতকাল আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

৩২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস চেয়ারপারসন (টেকনিক্যাল) শফিকুল ইসলাম, ভাইস চেয়ারপারসন (অ্যাডমিন) মারুফা ইয়াসমিন মিশু, জয়েন্ট সেক্রেটারি হিসেবে রনক হাসান এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে সাজ্জাদ হোসেন সৈকত পদপ্রাপ্ত হয়েছেন।

কমিটিতে ট্রেজারার হিসেবে মোঃ বুরহান মিয়া, ওয়েবমাস্টার আব্দুল্লাহ আল নোমান, অ্যাসিস্ট্যান্ট ওয়েবমাস্টার (অ্যাক্টিভিটি) ইব্রাহিম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ওয়েবমাস্টার (টেকনিক্যাল) সাদমান সাকিব, প্রোগ্রাম এক্সিকিউটিভ মোঃ হেমায়েত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এক্সিকিউটিভ জুবায়ের আনজুম রনি, ভিজুয়াল অ্যান্ড গ্রাফিক্স কোঅর্ডিনেটর (অ্যাক্টিভিটি) হজরত শাহ শয়ন, ভিজুয়াল অ্যান্ড গ্রাফিক্স কোঅর্ডিনেটর (টেকনিক্যাল) সাকীফ মাহমুদ ফয়সাল, পাবলিক রিলেশনস কোঅর্ডিনেটর মুবাশশির আমিন, লজিস্টিকস কোঅর্ডিনেটর শাহজাদা সাজিদ, অ্যাসিস্ট্যান্ট লজিস্টিকস কোঅর্ডিনেটর (অ্যাক্টিভিটি) মাহবুব হাসান উল্লাস, অ্যাসিস্ট্যান্ট লজিস্টিকস কোঅর্ডিনেটর (টেকনিক্যাল) আশিকুর রহমান সম্পদ, ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন কোঅর্ডিনেটর (অ্যাক্টিভিটি) নাঈমুল ফারাবী, ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন কোঅর্ডিনেটর (টেকনিক্যাল) মোঃ জুলফিকার আলী, কন্টেন্ট রাইটার কোঅর্ডিনেটর কে এম জুবায়ের আহমদ, পাবলিকেশন কোঅর্ডিনেটর ওমর ফারুক, স্টুডেন্ট অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর (অ্যাক্টিভিটি) মোঃ ইয়াকুব আলী, স্টুডেন্ট অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর (টেকনিক্যাল) সরকার তুহাসসিনুল আর্নব রয়েছেন।

সাজিয়াতুন জান্নাত ছোঁয়া উক্ত কমিটিতে আছেন পাবলিসিটি কোঅর্ডিনেটর (অ্যাক্টিভিটি) হিসেবে। এছাড়াও পাবলিসিটি কোঅর্ডিনেটর (টেকনিক্যাল) জীবন আলী, মেম্বারশিপ ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর (আইসিটি) জান্নাতুল ফেরদৌস নাবিলা, মেম্বারশিপ ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর (সিএসই) এ আর রাফি অয়ন, মেম্বারশিপ ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর (ইইই) তৌহিদ হাসান নীরব, মেম্বারশিপ ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর (বিএমই) তাহমিদ ইসলাম আকিব, ফটোগ্রাফি কোঅর্ডিনেটর মিনহাজ তাজনিম হিমেল ৩২ সদস্যের এই কমিটিতে পদায়ন হয়েছেন।

এছাড়াও আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর হিসেবে সংযুক্ত আছেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ মনজারুল আলম ও অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন।

সদ্য গঠিত কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন ‘আমরা প্রযুক্তির উন্নতি ও উদ্ভাবনের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন ধারণা ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের শাখাকে আরও এগিয়ে নিতে চাই। সকল সদস্যের সহযোগিতায় আমরা প্রযুক্তিগত অগ্রগতির শীর্ষে পৌঁছানোর জন্য নিরলস পরিশ্রম করবো।’

নবনির্বাচিত সভাপতি মুস্তকিম মুসল্লী পিয়াস বলেন ‘আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সদস্যদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তারা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে।’

প্রসঙ্গত, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ।



আপনার মূল্যবান মতামত দিন: