odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

চলতি বছর দেশের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়া হবে ডিজিটাল ডিভাইস : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ July ২০২৪ ১২:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ July ২০২৪ ১২:১৩

১০ জুলাই ২০২৪(অনলাইন ডেস্ক): শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন দেশে মাধ্যমিক পর্যায়ের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরের শেষ দিকে অন্তত একটি করে ডিভাইস পৌঁছে দেয়া হবে।

গতকাল রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পোর্টাল, বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ও নৈপুণ্য অ্যাপ ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান তিনি।   

শিক্ষামন্ত্রী বলেন, ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাস রুম স্থাপন করা হবে। এ বছর পাঁচ হাজার প্রতিষ্ঠানকে স্মার্ট ক্লাস রুম স্থাপনে নির্দিষ্ট অনুদান দেয়া হবে এবং প্রতিষ্ঠানসমূহ স্থানীয়ভাবে আরও অনুদান গ্রহণ করে স্মার্ট ক্লাস রুম স্থাপন করবে।



আপনার মূল্যবান মতামত দিন: