odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবি থেকেই উপাচার্য চান শিক্ষার্থীরা

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ২৫ August ২০২৪ ০১:৪১

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫ August ২০২৪ ০১:৪১

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষককে উপাচার্য হিসেবে দেখতে চেয়ে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহকে ইবি উপাচার্য হিসেবে নিয়োগের গুঞ্জন উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (২৪ আগষ্ট) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থীদের উপস্তিতিতে আন্দোলন করে তারা।

এসময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দেখা যায় আওয়ামী লীগের এজেন্ট, বাইরে থেকে উড়ে আসা বসন্তের কোকিল, নিশ্চুপ বিড়াল, খুনি হাসিনার সুবিধাভোগী কাওকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দেখতে চাইনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের শিক্ষক আমাদের পাশে ছিলেন তাদেরকে আমরা ভিসি হিসেবে দেখতে চাই।

আন্দোলনে শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলন করে রক্তের বিনিময়ে দেশকে নতুন করে স্বাধীন করেছি। এখন এই স্বাধীন দেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনো এজেন্টকে উপাচার্য হিসেবে চাই না। স্বাধীন দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না।

তারা আরও বলেন, এমন কাউকে ভিসি হিসেবে চাই, যিনি আন্দোলনে আমাদের সমর্থন দিয়েছে। ক্যাম্পাসের বাইরের কেউ এসে আমাদের এখানে উড়ে এসে জুড়ে বসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আমাদের দাবি আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপাচার্য হিসেবে এসে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে।

উল্লেখ্য, সরকার পতনের পর পর দেশের বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করেন। ফলে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ কে ভিসি হিসেবে নিয়োগের গুঞ্জন শুনা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: