odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে রিকশা চালক হত্যার মামলা

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৪ ২২:১১

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৪ ২২:১১

বৈষম্য বিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে শাহবাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় রিকশা চালক মনিরুজ্জামান মনিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে নিহতের বোন নিলুফার ইয়াসমিন বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। 
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ।  
এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিকশা চালক মনিরুজ্জামান মনির মারা যান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: