odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে : আমীর খসরু

odhikarpatra | প্রকাশিত: ১ December ২০২৪ ২২:৫১

odhikarpatra
প্রকাশিত: ১ December ২০২৪ ২২:৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রকে টেকসই করতে প্রতিনিয়ত জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নাগরিক সমাজ, সব ধরনের পেশাজীবী এবং সর্বস্তরের জনগণসহ এদেশে বসবাসকারি বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সংস্কার অবশ্যই প্রয়োজন এবং এ বিষয়ে দ্বিমত পোষণেরও কোনো অবকাশ নেই - উল্লেখ করে তিনি বলেন, তবে তা হতে হবে গণতান্ত্রিক উপায়ে। চলমান সংস্কার প্রক্রিয়ায় কেবল ভোট দিয়ে গণতন্ত্র নিশ্চিত করা যাবে না বলেও বিএনপি’র এই নেতা মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ রোববার রাজধানীর মহাখালীস্থ ‘ব্র্যাক সেন্টারে’ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) তিন দশক (৩০ বছর) পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি প্রায় ৭ টি সংস্কার কমিটি গঠন করেছে। তবে হঠাৎ করে সংস্কারগুলো দেশের জন্য দরকার মনে করলেই ভালো কাজ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। সংস্কারগুলো অবশ্যই টেকসই হতে হবে।

অন্যান্যের মধ্যে সিপিডি’র ফেলো ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান এবং ‘ডেইলি স্টার’র সম্পাদক মাহ্ফুজ আনাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

রওনক জাহান বলেন, ‘ভবিষ্যতে আমাদের দেশে এমন একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে বলে আশা করি, যাতে সিপিডি নির্ভয়ে সব কাজের আলোচনা-সমালোচনা করতে পারে। আমাদের দেশে গণতান্ত্রিক আবহের সাথে বহুমতের প্রতি শ্রদ্ধাশীলতাও থাকতে হবে।’

মাহ্ফুজ আনাম বলেন, গত ১৫ বছরে মুক্তচিন্তাকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে এবং গণমাধ্যমের গলা চেপে ধরা হয়েছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ।

এই অনুষ্ঠানে পূর্বে ধারণ করা একটি ভিডিও প্রদর্শন করা হয়। যাতে তুলে ধরা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য।

সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

এছাড়াও, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) পরিচালক নিহাদ কবির এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার অনুষ্ঠানে বক্তৃতা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: