odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জনগণের খেদমতের সুযোগ পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবো : ডা. শফিকুর রহমান

odhikarpatra | প্রকাশিত: ২ December ২০২৪ ১৯:২৬

odhikarpatra
প্রকাশিত: ২ December ২০২৪ ১৯:২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গিয়ে অনেকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যান। নিজেদেরকে দেশের মালিক আর জনগণকে ভাবেন ভাড়াটিয়া। আমরা খেদমত করার সুযোগ পেলে সেবক হিসেবে কাজ করবো, মালিক হিসেবে নয়।

তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার পরে সংগঠনের কারো সম্পদ বাড়লে কর্মীরাই তীর্যক দৃষ্টি রাখবে। রাষ্ট্রীয় কোনো পর্যবেক্ষকের দরকার নেই আমাদের আড়াই কোটি কর্মীই যথেষ্ট।’

আজ সকালে ঝালকাঠি জেলা জামায়াতের আয়োজনে শহরের পূর্ব চাঁদকাঠির একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর এসব কথা বলেন।

চট্রগ্রাম আদালতে একজন আইনজীবীকে হত্যা করার পরও একটি উগ্রবাদী গোষ্ঠী তাদের পাতানো ফাঁদে আমাদের ফেলতে পারেনি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘চট্টগ্রামে আইনজীবীকে মেরেও উগ্রবাদীরা আমাদের ফাঁদে ফেলতে পারেনি, তারা ভেবেছিলো রক্তের হলিখেলা শুরু হবে। কিন্তু মুসলমান ও দায়িত্বশীল মানুষরা সতর্ক থেকেছে।

কর্মীদের বলেছি অতীতের মতো শান্ত থাকতে। ধর্মীয় স্থানে পাহারা লাগবে এমন বাংলাদেশ আমরা চাই না।’

তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জুলুমের মাধ্যমে হত্যার শিকার সবাইকে আল্লাহ শহিদের মর্যাদা দান করুক। জুডিশিয়াল কিলিংয়ের শিকার করা হয়েছে আমাদের ১১ জন শীর্ষস্থানীয় দায়িত্বশীলকে। এবারের আন্দোলনে দলীয় ভিত্তিতে কোনো শহিদের সংখ্যা নির্ধারণ করিনি, সব শহিদই আমাদের।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতের সমালোচনাই শুধু নয়, জাতিকে নিয়ে ভবষ্যিতের স্বপ্ন দেখতে চাই। আমরা আর জাতিকে বিভক্ত দেখতে চাই না। আন্দোলনে যোগ দিয়ে বিদেশের মাটিতে অনেক ভাই এখনও বন্দী, স্বাধীনতার পূর্ণতা পাবে তাদের প্রতিও শ্রদ্ধা দেখিয়ে মুক্ত করে আনতে পারলে।’

তিনি বলেন, শুধু নিষ্কর্ম সনদ নয়, শিক্ষার পাঠ চুকাবার সঙ্গে সঙ্গে কাজ দিতে চাই। বেকারত্বের অভিশাপে কেউ আত্মহত্যা করবে এমন বাংলাদেশ চাই না।

বক্তৃতার শুরুতেই তিনি গত সাড়ে ১৫ বছরের স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়ায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দক্ষিণ অঞ্চলের প্রধান তিনটি ইসলামী মারকাজের মধ্যে দুটিতে আজ দোয়া নিতে এসেছি। একটি ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা ও অন্যটি পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ। এটি কোনো সাংগঠনিক কর্মসূচি না হলেও জেলা জামায়াতের উদ্যোগে এই সংক্ষিপ্ত সমাবেশেও উপস্থিত হয়েছি।

ঝালকাঠি জেলা জামায়াতের আমীর এডভোকেট মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও মাসুদ সাঈদি। এছাড়া অনুষ্ঠানে বরিশালের জেলা আমীরসহ ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । সকাল ৯টার পরে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান ঝালকাঠির নেছারাবাদ মাদরাসার সুধী সমাবেশের উদ্দ্যেশে রওনা দেন



আপনার মূল্যবান মতামত দিন: