odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম মূল স্তম্ভ : প্রধান বিচারপতি

odhikarpatra | প্রকাশিত: ৫ December ২০২৪ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৫ December ২০২৪ ২৩:৪৫

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, পারস্পরিক সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি  বাংলাদেশে জাতীয় অগ্রগতির অন্যতম মূল স্তম্ভ।

আজ বিকেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বিগত শতাব্দীর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘর্ষ ও সংঘাত আমাদের শিখিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম মূল স্তম্ভ। কারণ বিভেদের দেয়ালগুলোকে সম্প্রীতির বন্ধনে রূপান্তরিত করার মাধ্যমেই মানবজাতির মুক্তির পথ নিহিত।’

তিনি বলেন,‘বাংলার ইতিহাস মূলত সম্প্রীতি ও সৌহার্দের ইতিহাস। সেই আবহমানকাল হতে এ ভূখণ্ডের মানুষ ধর্ম,বর্ণ, জাতি নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে নৈতিক অবক্ষয়ের কারণে আমাদের সমাজে অন্যায়, দুর্নীতি, হানাহানি যেভাবে ছড়িয়ে পড়েছে সেখানে দেবী দুর্গার পৌরাণিক ঘটনাবলী অত্যন্ত প্রাসঙ্গিক কারণ তা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শিক্ষা দেয়।’

প্রধান বিচারপতি বলেন,‘সবাই মিলে  যথার্থ উদযাপন পরবর্তী প্রজন্মকে মানুষের বিভেদ ও বৈষম্যকে দূর করে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে শেখাবে। তাদের ধর্মের মূল মানবিক শিক্ষাগুলো গ্রহণ করে বৈষম্যহীন, মানবিক ও অসম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে শেখাবে। যে বৈষম্যহীন বাংলাদেশের  স্বপ্ন পূরণ করতে জুলাই মাসে তরুণ-যুবারা তাদের জীবন উৎসর্গ করেছে।’

‘সাংবিধানিক কাঠামোতে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিচার বিভাগের মূল লক্ষ্য দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।  মনে রাখতে হবে, ন্যায় বিচার প্রাপ্তির অধিকার কোন বিশেষ গোষ্ঠী বা শ্রেণীতে সীমাবদ্ধ নয়’ উল্লেখ করে  সকলকে এ চেতনাকে বুকে ধারণ করে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে ও রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে যার যার অবস্থান থেকে সমগ্র সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টার  আহ্বান জানান তিনি।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র এডভোকেট নিতাই চন্দ্র রায় ও চাঁদপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্নানন্দ মহারাজ।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবের সকল শহিদ এবং চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: