odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভান্ডারিয়া উপজেল যুব মহিলা লীগ সভাপতি যুথী গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৪ ০৩:১৩

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৪ ০৩:১৩

ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি, মো. আজাদ জোমাদ্দারের মেয়ে, আসমা সুলতানা যুথীকে বুধবার বিকালে ভান্ডারিয়া পৌর শহরের  নিজ বাড়ি থেকে  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান।

বুধবার রাতে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান  জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবেই যুথীকে গ্রেপ্তার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: