odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যের ডাক দিয়েছেন মান্না

odhikarpatra | প্রকাশিত: ৭ December ২০২৪ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৭ December ২০২৪ ২৩:৫৭

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ বলেছেন, স্বৈরাচারী শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ‘আমরা শুধু শেখ হাসিনার সরকারের পতন চাইনি। আমরা নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগসহ সব সেক্টরে সংস্কার চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।’

নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্য খুলনা নগর ও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, হাসিনার ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

খুলনা নগর নাগরিক ঐক্যের আহ্বায়ক ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ হাওলাদার।

সম্মেলনে নগর ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মান্না। 

পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন। এ সময় শহিদ সাকিব রায়হানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: