odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

এস আলমের বিরুদ্ধে এক নারী ব্যবসায়ীর ২৯ কোটি টাকা আত্মসাতের মামলা

odhikarpatra | প্রকাশিত: ১২ December ২০২৪ ২০:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১২ December ২০২৪ ২০:৫৪

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে ২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন এক নারী ব্যবসায়ী। মামলায় মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনকেও আসামি করা হয়েছে।

নগরীর আসকারদিঘির পাড়স্থ ফিউশন ইটস্ নামে এক রেস্তোরাঁ মালিক নাজমে নওরোজ ২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করেন। 

উল্লেখ্য, ফিউশন ইটস্ নামের এ রেস্তোরাঁটি প্রথমে ‘এরিস্টোক্র্যাট’ ও পরে ‘ লা এরিস্টোক্রেসি’ নামে চালাতেন নাজমে নওরোজ।
মামলায় বাদী অভিযোগ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা। এ সুবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম) মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে তাকে ব্যবসা বাড়ানোর জন্য আসামি তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজীর দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ নেয়ার ব্যবস্থা করে দেন। এরপর কয়েক দফায় তাকে মোট ৩০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। ২০১৬ সাল থেকে ২০২১ সালের মধ্যে এ ঋণগুলো নেয়া হয়।
বাদী অভিযোগ করেন, ঋণের বিপরীতে ব্যাংকে বাদীর সই করা বেশ কয়েক পাতা খালি চেক দিতে হয়েছিল। সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন এসব খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে তার কাছ থেকে ২৯ কোটি টাকা আত্মসাৎ করেন। গত ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে বাদীকে অপহরণের হুমকি দেয়া হয়।

বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ সাংবাদিকদের জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: